“জ্ঞানই শক্তি, তথ্যই মুক্তি। শিক্ষা হল প্রগতির ভিত্তি, প্রতিটি সমাজে, প্রতিটি পরিবারে ” -কফি আনান
Welcome to Annesha Prokashon – অন্বেষা প্রকাশন
আমাদের সম্পর্কে কিছু তথ্য
অন্বেষা প্রকাশন ২০০৫ সালে যার যাত্রা শুরু।বর্তমানে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে (গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গবেষণা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, অনুবাদ সাহিত্য, বিজ্ঞান) বৈচিত্র্যধমী বই প্রকাশ করছে যা নানা শ্রেণির পাঠকের চাহিদা পূরণে সক্ষম। অন্বেষা প্রকাশন প্রতি বছর একুশে গ্রন্থমেলায় তরুণ লেখকদের বই প্রকাশে সুযোগ দিয়ে আসছে যেন নতুন লেখকদের মধ্য থেকেই একদিন বেরিয়ে আসে আমাদের সাহিত্যের ভবিষ্যৎ সারথিরা।
আমাদের দৃষ্টি
বতর্মানে পাঠ্য সহায়ক বিভিন্ন গ্রন্থ বিশেষ করে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাথীর্দের কাছে তাদের চাহিদা মোতাবেক গ্রন্থগুলো সরবরাহের স্বার্থে আমরা প্রকাশ করছি সমালোচনা “রেফারেন্স” গ্রন্থ।
আমাদের লক্ষ্য
অন্বেষা প্রকাশন গ্রন্থকে ব্যবসায়ের উপাদান মনে করে না বরং জাতির মনন গঠনে গ্রন্থের গুরুত্বকে প্রধান বলে বিবেচনা করে।গ্রন্থপ্রেমী সুধী মহলের পরামর্শ, উৎসাহ এবং সাবির্ক সাহযোগীতা আমাদের যাত্রাপথকে নিষ্কন্টক করবে।